আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান বদলীজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম জনবান্ধব কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু সুফিয়ানকে বদলিজনিত বিদায়ে আন্তরিক সংবধর্না দেওয়া হয়েছে। বদলিজনিত বিদায় উপলক্ষ্যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আবু সুফিয়ানকে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার পক্ষ থেকে মাদ্রাসা হলরুমে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আবু সুফিয়ান।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা কমিটির সদস্য সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, বরমার কৃতিসন্তান বিশিষ্ট প্রবাসী ও সমাজসেবক মোঃ আবু ছাদেক, প্রবাসী শফিউল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ হাছান, পল্লী বিদ্যুতের কর্মচারী মোঃ আবদুল করিম, দুলাল উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা যাবায়ের হোসেন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ, সহকারী মাওলানা হাফেজ ইয়াছিন, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর সোহাগ নুরী সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এসময় বিদায়ী চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আবু সুফিয়ানকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর