অনলাইন ডেস্ক
আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ওই বাসা থেকে তাকে আটক করে।
তিনি আরও জানান, নদভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।