আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১ যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ “চাটগাঁর সংবাদ

Spread the love

চট্টগ্রাম থেকে প্রকাশিত দেশের শীর্ষ স্থানীয় ডিএফপিভূক্ত সাপ্তাহিক পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’ ১২ বছর পেরিয়ে ১৩ বছর পদার্পন উপলক্ষে বর্নাঢ্য যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। চট্টগ্রাম নগরীর কেসি দে রোডস্থ থিয়েটার ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত যুগপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁর সম্পাদক এর উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী । পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ ও বিটিভি উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব নুরুল কবির চৌধুরী ও আলহাজ্ব আব্দুল মোতালেব। এতে বক্তব্য রাখেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, মনির উদ্দীন ময়ূর, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো নুরুল কবি, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আব্দুল নুর প্রমূখ

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চাটগাঁর সংবাদ নামটা খুব এক্সেপশনাল। দীর্ঘ ১২ বছর টিকে থাকা খুব কঠিন কিন্ত তারা সেটা পার করেছে। একঝাঁক সংবাদকর্মী নিরলস পরিশ্রমের মাধ্যমে শহর, নগর ও সমাজের প্রতিটি সেক্টরের বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, সমস্যা-সম্ভাবনা দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সাথে প্রকাশ করবে সেটাই কাম্য। তিনি আরও বলেন, তরবারির চেয়ে কলম শক্তিশালী। তরবারির যেটা পারে না সেটা কলম দিয়ে করা যায়। আমি আশা করি সত্য প্রকাশে ‘চাটগাঁর সংবাদ’ কখনো আপোষ করবেনা। আগামী দিনে চাটগাঁর সংবাদ বৃহত্তর চট্টগ্রামের সর্বজন মহলে আরো প্রশংসা করবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নিজামী, এনামুল হক রাশেদী, এস বি জীবন, আল কামাল সানিম, আব্দুল্লাহ আল মারুফ, উৎপল বড়ুয়া, মাস্টার শহীদুল ইসলাম, সাদ্দাম হোসেন, এস কে সাগর, কাইসার হামিদ, এইচ এম শহীদুল ইসলাম, আহসান উদ্দীন পারভেজ, সাইদুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, দিদারুল ইসলাম , সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, এইচ এম সাইফুদ্দীন, মোহাম্মদ রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমদ, রুবেল, শফিউল ইসলাম, মোহাম্মদ কায়ূম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর