চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে মসজিদ নিয়ে আওয়ামী পরিবারের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডে হযরত শামশের আউলিয়া জামে সমজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা এলাকাবাসীর উদ্যোগে হয়।
জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মরহুম আফজল সওদাগেরর পরিবার দীর্ঘ ১৬ বৎসর ধরে প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হযরত শামশের আউলিয়া জামে সমজিদকে নিজের পরিবার ও বাবার দাবি করে জোরপূর্বক মসজিদ দখলদারিত্ত, মসজিদের টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামায আদায়ে বাধা, মসজিদ পরিচালনা কমিটি গঠনে বাধাসহ হয়রানি মূলক মিথ্যা মামলা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর, আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউসিবিএল ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুছ, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দীন, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ নয়ন, সাবের আহম্মদ প্রমুখ।