আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

Spread the love

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী (১৮১৩১) কে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বর্তমানে বান্দরবানের লামা’র ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন।

এর আগে গত ৭ নভেম্বর উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন সিলেটের মৌলভীবাজার জেলার এডিসি হিসেবে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর