আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া, এতিমখানা ও হেফজখানা পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক

Spread the love

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইকরামুল হক। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি পরিদর্শন করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইকরামুল হক বলেন, মাদরাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের প্রয়োজন। মাদরাসার শিক্ষার্থীরা জাতীয় সকল গুরুত্ব সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে, যা অনস্বীকারর্য । শিক্ষার মানোন্নায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী হোসাইন, জনাব মেহেদী হাসান ও মাওলানা হেদায়াত উল্লাহসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর