আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে ছেলেদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

Spread the love

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’। যুক্তরাজ্যের একটি সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে এই খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাজ্যে মুহাম্মদ নামটির জনপ্রিয়তা ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে।

নোয়াহ নামটি এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’ নামটি। প্রতিবছর ওএনএস শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।

ওএনএস জানায়, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে চার হাজার ৬৬১ শিশুর নাম রাখা হয় ‘মুহাম্মদ’। ২০২২ সালে চার হাজার ১৭৭টি শিশুর এই নাম রাখা হয়েছিল।

২০১৬ সাল থেকেই ছেলেশিশুদের শীর্ষ ১০ জনপ্রিয় নামের তালিকায় ছিল মুহাম্মদ। তবে এবার এটি আগের শীর্ষ জনপ্রিয় নাম নোয়াহকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।

মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো ‘অলিভিয়া’ সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইসলা’। সূত্র : দ্য টেলিগ্রাফ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর