আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবান এপেক্স ক্লাবের উদ্যোগে রাজগুরু মহাবিহার বড় কেয়াং ও উজানী পাড়া কেয়াং এ খাদ্য সামগ্রি ও কম্বল বিতরণ

Spread the love

সেবা মাস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে বান্দরবানে উজানী পাড়া কেয়াং ও রাজগুরু বড় কেয়াং আশ্রমে এতিম ছাত্রদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এপেক্স বাংলাদেশের সেবা মাস উপলক্ষে বান্দরবানের সদরের রাজগুরু বড় কেয়াং ও উজানী পাড়া কেয়াং এ আশ্রমে এতিম ছাত্রদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।উক্ত সেবা কাজে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, এনএডি এপে. সোপঙ্কর বড়ুয়া।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি উনিহ্লা ও এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তং, পিপি পাইমং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর এসভিপি পাপন বড়ুয়া, এপে. বীরোলাল তং, পিডিজি-৩ এপে. কামাল পাশা, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী পাড়া কেয়াং এর বড় ভান্তে। তিনি এই ধরনের মহতি উদ্যোগের জন্য এপেক্স ক্লাবকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি বলেন, সমাজের সকল শ্রেনির মানুষের কল্যানে এই ধরনের উদ্যোগ সকল ক্লাবের জন্য একটি দৃষ্টান্ত। চলতি বছরের Thime Inspire leadership এর জয় হোক।জয় হোক মানবতার, জয় হোক এপেক্স বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর