আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ থেকে শুরু হলো চট্টগ্রামে বিভাগীয় ফার্নিচার মেলা

Spread the love

নিজস্ব প্রতিবেদক

দক্ষ ও যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এক্সপোর্ট করছি। এটি ঠিক যে, আমাদের এক্সপোর্ট ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমাদের বুঝতে হবে, আমরা এখন কোথায় আছি। তবে দুই-চার কথায় এক্সপোর্ট নিয়ে বলা সম্ভব না।’

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্ট ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। একসঙ্গে থাকার সুফল এটি। আশা করবো, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’

অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’

চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান। বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাসির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর