আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজী আলী আহমদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা সোলাইমান আজমেরীর শ্রদ্ধেয় পিতা হাজী আলী আহমদ এর মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় মাদ্রাসা পরিচালনা পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রবীণ সদস্য সমাজসেবক নুর মোহাম্মদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মো. নুরুল আলম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী শফিউল আলম লিটন, মোঃ বেলাল উদ্দিন, হেফজখানা ও এতিমখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ, সহকারী হাফেজ মোঃ ইয়াছিন, মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা জাবের হোসাইন ও মান্নানসহ হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম সোহাগ নুরী।

মো. নুরুল আলম
তারিখঃ ০৩-১২-২০২৪
মোবাইল নাম্বার – ০১৬১২-৭৩৭৩৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর