আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈরী আবহাওয়ায় ঢাকার ফ্লাইট ৪ দিন চট্টগ্রামে নামবে

Spread the love

অনলাইন ডেস্ক

শীতকালে ঘনকুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করবে। এ লক্ষ্যে এ দুইটি বিমানবন্দরে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে এ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

তিনি বলেন, সচরাচর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সাড়ে ১১টার পর ফ্লাইট শিডিউল থাকে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শীতকালে ঘন কুয়াশা কিংবা বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে না পারলে সেগুলো চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করবে। এ লক্ষ্যে সপ্তাহের বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা ওয়াচে থাকবে। যাতে কোনো ফ্লাইট ঢাকা থেকে এলে অবতরণ করতে পারে। বাকি ৩ দিন সিলেটে অবতরণ করবে।

সূত্র জানায়, এতদিন ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে না পারলে সেগুলো কলকাতা কিংবা ব্যাংকক চলে যেত। এতে যাত্রীদের যেমন বেশি দুর্ভোগ হতো তেমনি দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হতো।

বেবিচক চেয়ারম্যান শাহ আমানতের রানওয়ে সম্প্রসারণ কাজ, নতুন বোর্ডিং ব্রিজ, মাস্টারপ্ল্যানসহ চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর