আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

Spread the love

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার বলেছেন,বাংলাদেশের মানুষ অতীতে কথা বলতে পারে নাই, যুবকরা ভোট কী জিনিস দেখে নাই। ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে স্বৈরাচারদের এনে কীভাবে রাস্তায় ফেলে দিতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবে ব্যর্থ হোক সেটা আমরা চাই না। তাদের কাছে আমাদের একমাত্র চাওয়া প্রয়োজনীয় সংস্কার যত দ্রুত সম্ভব শেষ করে ফেলা এবং সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করা।

গত ১৩ নভেম্বর বুধবার রাতে চুরখাঁরহাট বাজারে র‍্যালি শেষে সুয়াবিল ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক

আজাহার মিয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদ উদ্দিন রোমান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহ নেওয়াজ সেবুল ও উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহী। নুর নেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদ, আব্দুল্লাহ নাছির লিটন, মো. নজরুল, জসীম উদ্দিন, মো. ইলিয়াছ, মো. হাসান, আব্দুর রহীম উদ্দিন, এয়াকুব শহীদ, ওমর ফারুক সিকদার মানিক, মাহমুদ হাসান দিলু, নঈম উদ্দিন, এইচ.এম. সাইফুদ্দিন, বেলাল উদ্দিন মুন্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর