চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ বার আউলিয়া বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) সকালে চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদে ওই বেকারিতে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বেকারির মালিক জরিমানার টাকা নগদ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বেকারিটিতে নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, রুটি,কেকসহ উৎপাদিত অন্যান্য বেকারি পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছিল না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বার আউলিয়া বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযান চলাকালে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply