আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি যন্ত্রের প্রশিক্ষণ চট্টগ্রামের চন্দনাইশে সম্পন্ন

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে কৃষি যন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্ম পরিবেশের উপর স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হয়েছে। বাংলামার্ক লিমিটেডের সার্বিক সহযোগিতায় চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ওমর সুলতান পল্লীতে গত ৮ নভেম্বর ও ৯ নভেম্বর এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলামার্ক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার(বিজনেস ডেবলাপমেন্ট) শাহেদুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফসলের উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। তাই যন্ত্রের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা থাকা দরকার। এ জন্য মেশিন চালকদের প্রশিক্ষিত করতে হবে। আর এরই অংশ হিসেবে তাদের এ প্রশিক্ষণের ব্যবস্থা। এর মাধ্যমে যন্ত্র চালনার প্রাথমিক জ্ঞান অর্জিত হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘সময়ের চাহিদা মাথায় রেখে আমাদের কৃষি যন্ত্র আধুনিকীকরণ করতে হবে। যেখানে যন্ত্র একইসঙ্গে সময় সাশ্রয় করবে, সঙ্গে অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হবে।’

প্রশিক্ষাণার্থীরা হ্যান্ড টুলসের ব্যবহার, ওয়েল্ডিং, ফাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং এবং গ্রাইন্ডিং বিষয়ে জ্ঞান অর্জন করেন।

এই ট্রেইনিং প্রোগ্রামে বাংলামার্ক ফ্যাক্টরির প্রোডাকশন, এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্ট্মেন্টের ম্যানেজার, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ম্যাকানিক্স, টেকনিসিয়ানগণ ট্রেইনিং সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর