মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে পুড়ে গেছে সিএনজি অটোরিকশা। তবে এতে চালক কিংবা কোনো যাত্রী দগ্ধ হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (৯ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর আইডিয়াল অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে রাস্তার উপর দোহাজারীমুখী চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার দগ্ধ হয়ে পুড়ে যাওয়ার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গাড়ী ড্রাইভার সবুজ ও স্থানীয় দশম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, হঠাৎ করে ওই সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে পুড়ে গেছে সিএনজি অটোরিকশা। পরে ফায়ার সার্ভিস ও চন্দনাইশ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। এ ঘটনায় নিহত বা আহতের তাৎক্ষণিক পরিচয় ও গাড়িটির সন্ধান মিলেনি। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
Leave a Reply