অনলাইন ডেস্ক
নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নেবেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক সরাসরি টকশোতে অংশ নেবেন সাদ্দাম। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মন্তব্য করেছেন, খালিদ মুহিউদ্দীন ২ হাজার শহিদের সঙ্গে বেঈমানি করেছেন।
আজ বুধবার নিজের নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন সারজিস আলম।
পোস্টে তিনি লেখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন?’
সারজিস লেখেন, ‘এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সাথে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।’
একই বিষয়ে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হলো।’
এদিকে, আজ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এর পক্ষে সাদ্দাম হোসেনের সঙ্গে টকশো করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া পোস্টে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এর পক্ষে বলা হয়, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৯টায়: মুখোমুখি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতি। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞায় পড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য।’