মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় তিনি ১৫-২০টি মতো অবৈধ ঘরবাড়ি ও দোকান উচ্ছেদের পাশা-পাশির রেলওয়ের বে-দখলকৃত ১.২৮ একর জমি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ কোটি ৮০ লক্ষ টাকা।
জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী মহল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে সেগুলোতে বসবাস করতো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা । ফলে সেখানে মাদক বিক্রি, চুরি, ছিনতাইসহ নানা রকম অসামাজিক কার্যকলাপ চলতো জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা সাংবাদিকদের বলেন, ‘রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন কাঁচা ও টিন দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে অবৈধভাবে ১.২৮ একর জায়গা দখলে রেখেছিল। অভিযানে স্থাপনাগুলো ভেঙ্গে দিয়ে জায়গাগুলো উদ্ধার করা হয়েছে। বে-দখলকৃত ১.২৮ একর জমি আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৮০ লক্ষ টাকা।
এ উচ্ছেদ অভিযান চলাকালে চন্দনাইশ থানার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ, রির্জাভ পুলিশ, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।