আজ ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন

Spread the love

বিনোদন ডেস্ক

বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনেটে রাজধানীর কলাবাগানে নিজ বাসাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাসুদ আলী খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাকে দেখাশুনার দায়িত্বে থাকা রবিন মন্ডল। তিনি বলেন, ‘আজ বিকেল চারটা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এখন তাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে তা নিশ্চিত করে বলতে পারেননি রবিন মন্ডল। তিনি বলেন, ‘অভিনেতার এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। আগামী ১৩ তারিখে তার দেশে আসার কথা। এখন তিনি কখন বা কবে আসবেন সেটা জানি না। তার সিদ্ধান্তের ওপরই সব নির্ভর করছে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে, মনে হয় সেখানেই তাকে দাফন করা হবে।’

মাসুদ আলী খান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ছিলেন অভিনয় থেকেও দূরে।

১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। এরপর ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

মাসুদ আলী খান নাটক ও সিনেমায় সমান তালে অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

মাসুদ আলী খান অভিনয় ছাড়াও করতেন সরকারি চাকরি। সাবেক এ আমলা সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর