আজ ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মশা নিয়ন্ত্রণ ক্যাম্পেইন শুরু চসিকের

Spread the love

অনলাইন ডেস্ক

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার ও মশা নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়াতে ৩ দিনব্যাপী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (২৮ অক্টোবর) সকালে চসিকের সহযোগিতায় এবং অক্সিজেন ওয়েসিস ক্লাবের আয়োজনে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাইস্কুল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমী। উপস্থিত ছিলেন প্রকৌশলী তৌহিদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসন্টের যুব প্রধান আ ন ম তানজীদ, সমন্বয়ক মাইমুন সুলতানা, আবরার আহমেদ সাইফ প্রমুখ। শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দেশ গঠনের ক্ষেত্রে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করলে সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠন সম্ভব। বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে এবং প্রচার-প্রচারণা চালাতে হবে। অক্সিজেন ওয়েসিস ক্লাব এ কাজটি করছে। আমি তাদের ডেঙ্গু ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ডেঙ্গু থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে শিক্ষার্থীসহ জনসাধারণকে সচেতন করতে হবে। শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব না, যদি না আমরা নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি তিন দিনের মধ্যে অপসারণ না করি। কারণ ৩ দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়।

ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কনটেইনার, মটকা, ব্যাটারি শেল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এ রকম পানির ধারক ধ্বংস করতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, স্কুল-কলেজ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান শিল্পপ্রতিষ্ঠানের আওতাভুক্ত এলাকায় এডিস মশা জন্ম নিতে পারে এমন সব স্থান পরিষ্কার রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর