বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয় ২২ অক্টোবর অক্টোবর থেকে। উপজেলার কানুনগোপাড়া কাঁচা বাজারে সূলভ মূল্যে বিক্রিয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
পর্যায়ক্রমে উপজেলার সব বাজারে এ কার্যক্রম তদারকি করছেন তিনি।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা বাজারে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
এ সময় তিনি ভোক্তাদের হাতে সুলভ মূল্যে ডিম তুলে দেন। এ বিক্রি কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন আকরাম।
ইউএনও হিমাদ্রী খীসা বলেন, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে সুলভ মূল্যে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। বেঙ্গুরা বাজারে ১৪০ টাকা ডজন দরে আড়াই হাজার ডিম বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply