আজ ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদামতল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্নঃ সভাপতি মনির, সম্পাদক সেলিম

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা-কাঞ্চননগর বাদামতল ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে ভোটারেরা তাদের প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে। মোট ২৫৯ ভোটের মধ্যে ২৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। একইদিনে ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনির হোসেন চৌধুরী আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম উদ্দিন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি আল ইফতেখারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তানভীর মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক মো: আবদুল মান্নান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু তাহের, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর ও নির্বাহী সদস্য আবু তাহের, নির্বাহী সদস্য মোঃ তছলিমুল বশর ও নির্বাহী সদস্য মোঃ কামাল উদ্দিন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে থানা পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সার্বক্ষণিক তদারকি করেন।

যোগাযোগ করা হলে রিটার্নিং অফিসার ও উপদেষ্টা মুহাম্মদ আবুল বশর ও প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ মোঃ নুরুল আবচার জানান, সব ধরণের আনুষ্ঠানিকতার মাধ্যমে জোয়ারা-কাঞ্চননগর বাদামতল ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় তিনি সকলকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর