মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পূর্ব নির্ধারিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়ীয়া ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণ পার্শ্বে জায়গায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরে দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে বরাবরে লেখা স্মারকলিপি দেয়া হয়।
রোববার (২৭ অক্টোবর) সকালে ঘন্টাব্যাপী স্থানীয় জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসল্লীর ব্যানারে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাশেম রাজু, চন্দনাইশ পৌরসভার জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ কুতুব উদ্দিন, গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আবুল কাশেম আনচারী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মনিরুল ইসলাম, মোঃ ইয়াকুব আলী, আলহাজ্ব আবদুল মান্নান, মোঃ সাইফুল ইসলাম, আইনুল হুদা চৌধুরী, কে. এম তছলিম হোসেন, শওকত হোসেন টিপু, আবদুর রহমান শামা, বদিউল আলম চৌধুরী, আলহাজ্ব নুরুল আলম, আবু ছৈয়দ, জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন আলেম-ওলামাগণ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
বক্তাগণ অবিলম্বে চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পূর্ব নির্ধারিত চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক গাছবাড়ীয়া ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণ পার্শ্বে জায়গায় নির্মাণ ও বাস্তবায়নের দাবি জানান।