মো. নুরুল আলম, চন্দনাইশ:
ফুটন্ত ফুলের আসর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষ্যে “শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক” কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রহমানিয়া আহমদীয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান।
উদ্বোধক ছিলেন দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদের চন্দনাইশ জোনের পরিচালক মুহাম্মদ আরমান হোসাইন। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ হাজিরপাড়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।
ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভার আহবায়ক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন, সমাজসেবক কাজী মো: মোরশেদুল আলম, গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ আবদুন নবী, ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভার সচিব কাজী সাঈদ হোসেন, আহবায়ক মুহাম্মদ তারেক হোসেন, সচিব মুহাম্মদ ফোরকান উদ্দিন রাহাত, মুহাম্মদ ফরহাদুল ইসলাম ও মুহাম্মদ আসিফ প্রমুখ।
বক্তারা বলেন, সন্তানদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে বেশি করে প্রতিযোগিতা মুখী করতে হবে। শিক্ষার্থীদের নিজ মেধায় সত্য-মিথ্যার পার্থক্য করতে হবে। এইভাবে আদর্শ ছাত্রসমাজ গড়তে শিক্ষার্থীদেরই ভাবতে হবে। পরিশেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে উপহার ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
Leave a Reply