আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাসূল (সা.)এর জীবন হচ্ছে কুরআনি আদর্শের বাস্তব রূপায়ন

Spread the love

গারাংগিয়া শরীফের প্রাণপুরুষ হযরত শাহ্ছুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ.) এর ৪৭তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে ত্বরিকত সম্মেলন, যিকর, ওয়াজ ও দোয়া মাহফিল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের তত্ত্বাবধানে সাতকানিয়ার গারাংগিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে ২১ অক্টোবর সোমবার বাদে আসর হতে রাতব্যাপী অনুষ্ঠিত হয়। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্ মাওলানা আনওয়ারুল হক সিদ্দিকী, ত্বরিকত সম্মেলন এর প্রধান উদ্যোক্তা শাহসুফি মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী পীর সাহেব কেবলা দরবারে আলীয়া গারাংগিয়া, এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলহাজ্ব আনোয়ারুল আজিম আরিফ। আলোচনা করেন সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা শাহ আলম, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল, মাওলানা নুরুল আজিম, মাওলানা আমিনুল ইসলাম, হযরত মাওলানা ইউসুফ বিন নুরী, মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী। আমন্ত্রিত খোলাফায়ে কেরাম ছিলেন মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা শাব্বির হোসাইন আমিরী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মীর আহমদ আনসারী, মাওলানা আবদুল হালিম ফকির, হযরত মাওলানা আব্দুল হালিম রশিদি, শাহ্সুফি আবদুস সালাম ফকির।

আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ নজির, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ারুল ইসলাম, শাহজাদা মঈনুদ্দিন মজিদী, সাংবাদিক মোহাম্মদ সোহেল তাজ প্রমূখ। বক্তারা বলেন ইসলামী জীবনবিধানের মূল উৎস হচ্ছে কুরআন। আর রাসূলের (সা.) জীবন হচ্ছে কুরআনি আদর্শের বাস্তব রূপায়ন। এজন্য তাঁকে জীবন্ত কুরআন বা কুরআনের প্রতিচ্ছবি বলা হয়। মহান আল্লাহ তাই নিজে ঘোষণা করেন, ‘রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ।’ যে আদর্শ দেড় হাজার বছর ধরে মানুষের মধ্যে জীবন গড়ার অতুলনীয় উৎস হিসেবে কাজ করে চলেছে।

বক্তারা আরও বলেন মানুষ কীভাবে আদর্শ জীবনযাপন করতে পারে, সুন্দর সমাজ ও দেশ গড়তে পারে, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এক শান্তিময় বিশ্বের অধিবাসী হতে পারে- হজরত মুহাম্মদ (সা.) তাঁর কর্ম দিয়ে, আচরণ দিয়ে, উপদেশ দিয়ে প্রকৃতপক্ষে তারই পথনির্দেশ দিয়ে গেছেন। আমরা তাঁর মহান জীবনের প্রতিটি ধারায় অনুশীলনের উজ্জ্বল দৃষ্টান্তসমূহে সমৃদ্ধ জীবনচরিতই হতে পারে আমাদের কল্যাণ লাভের জন্য এক অনন্ত প্রেরণার উৎস। দরবারে আলীয়া গারাংগিয়ার পীর সাহেব শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদির মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর