আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে চিহ্নিত বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ ৯ জন আহত

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বনবিভাগ পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় রাতে সংঘবদ্ধ একদল চিহ্নিত বনদস্যু গাছ চোরের দল বনের গাছ কেটে পাচার করছে এমন সংবাদ পেয়ে গাছ কাটা ও গাছ চুরিতে বাধা দেওয়ায় বনদস্যুদের হামলায় পটিয়া রেঞ্জ কর্মকর্তাসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় গাছ চোর সিন্ডিকেট সংঘবদ্ধ হয়ে অতর্কিত আক্রমণ চালায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর। এ সময় বন বিভাগের কর্মকর্তা আত্মরক্ষার্থে বনরক্ষীরা ৩-৪ রাউন্ড ফাঁকা ফায়ার করে বলে জানা যায়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে চন্দনাইশ উপজেলার বনবিভাগ পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, ফরেস্ট গার্ড মো: লোকমান, বাগান মালিক শাহাবুদ্দিন, বরগুনি বিট অফিসার রহমত আলী, হেডম্যান মহিউদ্দিন, বনরক্ষী মাহাবুব, সিএনজি চালক ২জন আর পিক-আপের চালক ১জন সহ ৯ জন। দোহাজারী রেঞ্জ অফিসে রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনবিভাগের পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় একদল চিহ্নিত বনদস্যু বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হকের নেতৃত্বে সিএনজি আর পিকআপ যোগে অভিযানে যায়।

এ সময় বনদস্যুরা অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বন কর্মকর্তা-কর্মচারীদের উপর। এ সময় বনদস্যুরা পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, ফরেস্ট গার্ড লোকমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় হামলাকারীদের দা ও লাঠির আঘাতে বাগান মালিক শাহাবুদ্দিন, বরগুনি বিট অফিসার রহমত আলী, হেডম্যান মহিউদ্দিন, বনরক্ষী মাহাবুবসহ আরো ২ জন সিএনজিচালক ও ১ জন পিকআপ চালকও গুরুতর আহত হয়।

এসময় বন বিভাগের কর্মকর্তা আত্মরক্ষার্থে বনরক্ষীরা ৩-৪ রাউন্ড ফাঁকা ফায়ার বনের মধ্যে পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরবর্তীতে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মোবাইল ফোনে হামলার বিষয়টি দোহাজারী রেঞ্জ অফিসে অবহিত করার পর দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম ও পটিয়া এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম হাফিজসহ দ্রুত চন্দনাইশের অস্থায়ী আর্মি ক্যাম্প ও চন্দনাইশ থানায় অবহিত করেন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, ফরেস্ট গার্ড লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন বিভাগের কর্মকর্তা হামলার বিষয়টি ফোনে জানানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল উদ্দেশ্যে আমরা রওনা হয়। চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর সাথে আলোচনার শেষে বন বিভাগের লোকদের উদ্ধার অভিযানের প্রস্তুতি নেন। পথের মধ্যে হামলার শিকার গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর