চন্দনাইশ প্রতিনিধিঃ
২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেটের আওতায় চন্দনাইশ উপজেলায় আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আরিফুল আলম, উপজেলা কৃষি অফিসার আজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম ছালেহ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জীবন কানাই সরকার সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিরা।
এ সময় সদর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আরিফুল আলম বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ৯৩ জন মৎস্য চাষিকে প্রণোদনার অংশ হিসেবে ৭৯০ কেজি পোনা বিতরণ করা হয়েছে।