চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে নির্মাণাধীন একটি ভবন থেকে প্রায় ৬ লাখ টাকার নির্মাণ সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৪ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) কোনো এক সময়ে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদলর কলঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ঘটনা জানাজানি হয়েছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ করেছেন নির্মাণাধীন ভবনের মালিক ছেমন আরা বেগম। ভবন মালিক ছেমন আরা বেগম অভিযোগে বলেন, আমরা সবাই পুরনো ঘরে থাকি। দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে নতুন ভিটায় ভবন নির্মাণের কাজ চলছে। মিস্ত্রিরা প্রতিদিন চাবি নিয়ে কাজ শেষ করে আবার চাবি দিয়ে যায়।
সর্বশেষ গত ১৪ অক্টোবর সন্ধ্যায় প্রতিদিনের মতো চাবি জমা দিয়ে যায়। পরের দিন ১৫ অক্টোবর চাবি নিয়ে ভবনে গিয়ে দেখে দ্বিতীয় তলার দরজা ভাঙা। তখন বিভিন্ন কক্ষে প্রবেশ করে দেখে লাগানো মালামাল যথাস্থানে নাই। এছাড়া ভবনে রাখা তার, পানির কল, বেসিন, কমোডসহ বিভিন্ন দামিদামি নির্মাণসামগ্রী নিয়ে যায়। এমনকি মিস্ত্রিদের সরঞ্জামাদিও নিয়ে গেছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মালামাল চুরির ঘটনা সতত্যা পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।