নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া'র ফাউন্ডার এন্ড চার্টার্ড সেক্রেটারি, ২০২৪ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট ও জমির স্পোর্টিং ক্লাবের সভাপতি মুহামমদ লিয়াকত আলী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বিশেষ প্রতিনিধি সদস্য নির্বাচিত হওয়ায় এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৪) বিকেলে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ইনচার্জ স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বর্ধন বৃদ্ধিকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়া জগতের উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলের বন্যা প্রতিরোধে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। ক্লাবের ফাউন্ডার অ্যান্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মো. মোরশেদুর রেজা সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুহামমদ আইয়ুব আলী, চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, এপেক্স ক্লাব অব পটিয়া'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহামমদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মো.হাবিবুর রহমান, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুর, নাসির উদ্দিন মাস্টার, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর মো. আরিফ খান, মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন এম ডি রুবেল, মোজাফফর ,আবু হেনা, নাফিস করিম চৌধুরী, শাহ আলম,আব্দুর রহিম খন্দকার, আরফাত রহমান, কাজী শওকত উল্লাহ, মাহমুদুল হক,আব্দুল মান্নান, ইফতেখার মাহমুদ সাকিব, মো.মহিউদ্দিন , মো.শিমুল, মাসুমা খাতুন, আবু ছৈয়দ,সাইফুল ইসলাম, শাহ আলম, ইমরান,দিদার, মফিজ, নাছির উদ্দিন, এরশাদুল হক, নিশাত তাসনিম, মো. হাসান মানিক, হীজিরসহ পটিয়ার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমুদ্র সৈকতে এপেক্স ক্লাব অব পটিয়া ও চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।