মুহাম্মদ আরফাত হোসেন:
আদালতের রায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদাক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় চন্দনাইশে শোকরানা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১১ অক্টোবর (শুক্রবার) বাদে জুমা উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ শাহ (রহ:) মাজার সংলগ্ন মসজিদে শোকরানা সভা চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা যথাক্রমে শহীদুর রহমান খাঁন, সাইফুল ইসলাম, আরিফুর রহমান মারুফ, জহুরুল আলম শহীদ, অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, যুবদল নেতা যথাক্রমে আবদুল মজিদ শাহ, আবু বক্কর, হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, সেলিম উদ্দিন, মাহাবুবুল করিম সোহেল, মো. আবুল কালাম আজাদ, মো. আজম খাঁন, রবিউল ইসলাম ছোটন, সেলিম আল দ্বীন, বখতিয়ার, ফারুকুর রহমান, মো. ফারুখ, মো. সোহেল, আবদুল মান্নান, কামরুল আহসান, আলী আকবর, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দীন, সাইফুল ইসলাম, মো. তৈয়ব, আবু ইউসুফ, আবদুল মান্নান, মো. মোমেন, এম,এ হাশেম, রাজীব উদ্দিন চৌধুরী, হাজী মো. আবু সিদ্দিক, আবদুস সাত্তার সানি, মোঃ বেলাল উদ্দিন, মো. শাহজাহান, মো. মানিক, এরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, মো. রবিউল প্রমুখ।
পরে মসজিদের পেশ ঈমাম দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি তারেক রহমানের দীর্ঘায়ু, খালেদা জিয়ার রোগমুক্তি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করেন।