আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Spread the love

এইচ.এম.সাইফুদ্দীন:

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বৃহস্পতিবার ১০ অক্টোবর। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ হল রুমের চট্টগ্রাম মনোনিবাস মানসিক হাসপাতাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্দ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে ডাঃ তারিন আলমের সঞ্চচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিরেক্টর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আবুল ফয়েজ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম’র উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান,বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম প্রধান সাংবাদিক কলিম সরোয়ারসহ শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল হাসান বলেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই গুরুত্ব অনুধাবন করেই এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়’। একটি সুষ্ঠু, সমর্থনমূলক এবং সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে কর্মীরা যেমন কাজের প্রতি আরো মনোযোগী হবে, তেমনি প্রতিষ্ঠানও হবে লাভবান, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিসহ সব ক্ষেত্রে।সার্বিক সহযোগিতায় ছিলেন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর