মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চন্দনাইশ উপজেলার আয়োজনে পথসভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে সকল হত্যার বিচার কর। সারা দেশে স্থায়ী রেশন ব্যবস্থা চালু কর। মাজার, মন্দির ভাঙ্গচুর রুখে দাড়াও । দাম কমাও জান বাঁচাও, সিন্ডিকেট ভাঙ্গ। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পল্লী বিদ্যুতের হয়রানী বন্ধ কর। এ ছাড়া তারা মানববন্ধনে বিভিন্ন দাবি জানান।
চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে কমরেড সুবল দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কানাই দাশ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড শওকত আলী, সদস্য কমরেড আমীর হোসেন, সদস্য অলক দাস, সদস্য কমরেড মাস্টার শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিমুল কান্তি ধরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।