আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডা. শাহাদাত হোসেন চসিক মেয়র হওয়ায় চন্দনাইশ বিএনপির আনন্দ মিছিল

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশ:

চন্দনাইশের কৃতিসন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আদালত কর্তৃক মেয়র ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে চন্দনাইশ বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেলে উপজেলা সদর থেকে আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুর রহমান খাঁন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম, পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন, হাবিবুর রহমান, মোঃ সেলিম উদ্দীন, মুজিবুর রহমান, আবু সালেক, আবুল কালাম আজাদ,আবু ছিদ্দিক, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ শাহ, আজিজুর রহমান, সেলিম আল দ্বীন, ইরফান, জাভেদ চৌধুরী রহিমসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। যদিও ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এরপর ২৪ ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এ নেতা। আদালতে রায়ে যার ফলে চট্টগ্রামের নগর পিতা ডা. শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর