মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে ১৪ কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শারীরিক নির্যাতনের পরে ৪জন কৃষক থেকে মুক্তিপণ আদায় করলো পাহাড়ি সন্ত্রাসীরা। পরবর্তীতে দূর্গম পাহাড়ে গ্রামবাসীর প্রতিরোধে অপহরণকৃত কৃষকদের রেখে পালালো পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাঞ্চননগর ও খরনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে । এরকম প্রতিদিন অপহরণের ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অপহৃত কৃষকরা হলেন – উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাচা মিয়া (৫৫), মোঃ আসিফ (২২), নবী হোসেন (৪৬), জামাল উদ্দিন (৫০), রংপুরের জাহাঙ্গীর (৫২)সহ অজ্ঞাত নামা সর্বমোট ১৪ জন।
কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আলীম মেম্বার জানান, সোমবার সকালে কাঞ্চননগর ও পটিয়া খরনা পাহাড়ি এলাকায় নিজ নিজ ফলের বাগান থেকে ১৪ জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। পরে অপহৃতদের মোবাইল নম্বর থেকে তাদের পরিবারের মোবাইলে ফোনে ৫০-৬০ হাজার টাকা জনপ্রতি মুক্তিপণ হিসেবে নিয়ে যেতে বলে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। পরে যেখান থেকে অপহৃত চারজনের পরিবার জনপ্রতি ২০ হাজার টাকা দিয়ে আসে পাহাড়ি সন্ত্রাসীদের, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ছেড়ে না দেওয়ার পরবর্তীতে দূর্গম পাহাড়ে গ্রামবাসীরা সম্মিলিত ভাবে প্রতিরোধ করার কারণে অপহরণকৃত কৃষকদের রেখে পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, আমাদেরকে কেউ জানাইনি। থানায় লিখিতভাবে কেউ অভিযোগও করেনি। আমরা এ বিষয়ে কিছু অবগত নই।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে ৪ কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শারীরিক নির্যাতনের পরে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে চন্দনাইশে দিন দিন অপহরণকাণ্ড বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সচেতন মহল।
Leave a Reply