আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার 

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশ:

চন্দনাইশে পরিত্যক্ত অবস্থায় চট্টগ্রামে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের দক্ষিণ বরকল বারৈপাড়ার টেক বাংলাবাজার রোড সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া একটি বস্তা থেকে এসব অস্ত্র পাওয়া যায়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৩০ সেপ্টম্বর) এক বিবৃতি এ তথ্য জানায় র‌্যাব-৭। র‌্যাব-৭ সূত্রে বিবৃতি বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা মহানগর এবং জেলার বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ছাড়াও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ার টেক বাংলাবাজার রোডের পাশে ঝোপে একটি বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতর থেকে বাটবিহীন চায়না রাইফেল ১টি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল ১টি, কাঠের বাটযুক্ত এয়ারগান ১টি, দেশিয় তৈরি একনলা বন্দুক ৩টি এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর