আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে নিহত ৩, আহত ১১

Spread the love

নিজস্ব প্রতিবেদক

শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ অজ্ঞাত ৩ জন ব্যক্তি নিহত খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। এতে পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় প্রতক্ষদর্শীরা জানান, নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ৩ জন গাড়ি চাপা পড়ে। আনুমানিক আরো ১৫ জন আহত হয়েছে বলে তিনি জানান।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর