আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামি আইন হচ্ছে একমাত্র আইন যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্ষম

Spread the love

অনলাইন ডেস্ক

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৮ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া খুটাখালী তমিজিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওমর হামযা। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক হাফেজ মাওলানা ইকবাল হোছাইন, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান। বক্তারা বলেন ইসলামি আইন হচ্ছে একমাত্র আইন যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্ষম।

এ আইনের বড় বৈশিষ্ট্য হচ্ছে জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে সর্বকালে সব সমাজে এ আইন প্রয়োগযোগ্য। প্রকৃতির দিক থেকে গতিশীল এবং ইজতিহাদের সুযোগ থাকায় ইসলামি আইন সময় ও স্থানের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়া যায়। বর্তমান আধুনিক যুগেও ইসলামি আইনের বিকল্প অন্য এমন কোন আইন নেই যা মানুষের জীবনে সর্বজনীন কল্যাণ সাধন করতে পারে। কেয়ামত পর্যন্তও হবে না । সৃষ্টির আদিকাল থেকে দুর্নীতি বন্ধের জন্য নানা কৌশল প্রয়োগ করা হয়েছে, কিন্তু কার্যত কোন কৌশলই ফলপ্রসূ হয়নি।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,এইচ.এম. মাহাবুবুল হক, মোহাম্মদ আবু সাদেক, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী ইতমাম, মসজিদে বায়তুল্লাহর ইমাম মাওলানা মোহাম্মদ শামসু,প্রমুখ। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন দেলোয়ার হোছাইন, মুহাম্মদ আবু হেলাল, সাঈদুল ইসলাম, নুরুল আলম, মাওলানা জহির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর