আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দখলবাজি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Spread the love

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় সিটি করপোরেশনের একটি টার্ফের দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু নামে এক কর্মীর নিহত হয়েছেন।

শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া জানান, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের সামনে ছাত্রদলের দুই পক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কোনো আটক নেই। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুমন বড়ুয়া আরও জানান, সন্ধ্যায় টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছাত্রদল নেতা আমিন ও আলফাজের নেতৃত্ব হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মূলত যুবদল নেতা মোশাররফ হোসেন টার্ফটি পরিচালনার দায়িত্ব নেয়। তার কাছে চাঁদা দাবি করে আমিন ও আলফাজ। এটিকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।

এদিকে, হাসপাতালে নিহত ছাত্রদল কর্মী বাবুর মরদেহ দেখতে এসে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, দলীয় পরিচয়ে দুষ্কৃতকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর