আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একের পর এক বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

Spread the love

অনলাইন ডেস্ক

একের পর এক বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এসব পণ্যের দাম। সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি হালি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাজারে প্রতি কেজি সোনালী মুরগি ২৭০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, দেশি হাঁস ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও প্রতি কেজি বেগুন ১০০ টাকা, সিম ২০০ টাকা, শসা ৬০-৮০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে লাউ প্রতি পিস ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৭০ টাকা ও মাঝারি সাইজের লেবুর হালি ৫০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২৫ টাকা, আলু ৬০ টাকা, আদা ৩০০ টাকা ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট কাঁচা বাজারে বাজার করতে আসা নজরুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন উর্ধ্বমুখীতায় আমরা খুবই হতাশ। সিন্ডিকেটের অবসান হলেও জিনিসপত্রের দাম কমছে না। তিনি বলেন, সরকার তো পরিবর্তন হলো কিন্তু এর কোনো প্রভাব এখানে দেখতে পাচ্ছি না। আগে যা ছিল, এখনো তা-ই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর