আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌসুমি হামিদ এর সাথে জুটি বেঁধেছেন চাটগাঁইয়া ছেলে সাজ্জাদ ভূঁইয়া

Spread the love

বিনোদন ডেস্ক

আশিষ পাল এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম “চায়ের বিনিময়ে ভালোবাসা ‘তে লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমি হামিদ এর বিপরীতে অভিনয়ে আসছেন চট্টগ্রামের ছেলে অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া। শনিবার (১৭ই সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে।

এতে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, অলঙ্কার চৌধুরী, মৌসুমী হামিদ, সাজ্জাদ ভূঁইয়া, আনোয়ার, আজম খান, আনিম, দিদার, তৌহিদ প্রমুখ। সাজ্জাদ ভূঁইয়া এ পর্যন্ত.. ছোট পরিবার আবশ্যক, রাতশেষে, কলুর বলদ-২, বিউটি বোর্ডিং ৭১, প্রতিরোধ যুদ্ধে দুই বীর, মাস্টারপ্ল্যান, এ শহরটা আমার জন্য না, দ্বিতীয় মুখ, দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড, প্রত্যাশা অনন্তকাল, চিটার নাম্বার ওয়ান, দাগ থেকে যায়’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি বড় পর্দায়ও বেশ কয়েকটি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। সাজ্জাদ ভূঁইয়া অভিনিত সিনেমাগুলির মধ্যে নবাব এলএলবি, কসাই, রক্তাক্ত প্রেম, বন্ধন, অল্প অল্প প্রেমের গল্প, কমিশনার উল্লেখযোগ্য এছাড়াও চলতি বছর দেশের আলোচিত ওয়েবসিরিজ শিহাব শাহীন পরিচালিত- সিন্ডিকেট-এ ও অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর