আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ আহমদুল হক চৌধুরীর ২০তম শাহাদাত বার্ষিকী পালন

Spread the love

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, এওচিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী, যুবনেতা শহীদ মিনহাজ, খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, শহীদের কবর জেয়ারত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কোরান শরিফ বিতরণ।

শহীদ আহমদুল হক চৌধুরীর ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব ইউছুফ আলী সাওদাগরের সভাপতিত্বে কোরআন শরিফ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার আবু হানিফ, মাওলানা আব্দুস সালাম, মাস্টার নুর নবী, মাস্টার নুরুল আলম, মাস্টার সাইফুল ইসলাম, আব্দু রহমান, মাস্টার আবু সুফিয়ান, মাস্টার আব্দুল করিম, মাস্টার শাহজান, মাওলানা ওমর ফারুক, জমির উদ্দিন।

ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল আলম এর সভাপতিত্বে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা হতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দীন, মাস্টার সেলিম রেজা, আব্বাস উদ্দীন, সাবেক ইউপি মেম্বার মনসুর আহমদ, আহমদ সৈয়দ। দোয়া পরিচালনা করেন মাওলানা কারী নেজামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ মাসুদ, ক্রিড়া সম্পাদক ফারুক আহমেদ, মোহাম্মদ মুসা, জিয়াউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর