চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন এর উপর বর্বরিত সন্ত্রাসী হামলা অপহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সহ উপজেলা প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল হয়। পরে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিনে সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবদুল মান্নান এ্যানি, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাইদ বিন খায়ের, সাধারণ সম্পাদক সাহেব মিয়া মেম্বার, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন, সদস্য সচিব রবিউল করিম,সাবেক সভাপতি হাসান আল মাসুদ, চন্দনাইশ পৌরসভা এলডিপির ৮নং ওয়ার্ডের সভাপতি সুলতান সওদাগর, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌরসভা যুবদল নেতা আবদুল আজিজ, যুবদল নেতা মোঃ মামুন, মোঃ দেলোয়ার, ছাত্রদল নেতা এস এম হাছান উল্লাহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসী ইলেকট্রিক মিস্ত্রি হিরুর নেতৃত্বে পৌরসভার এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীনের উপর বর্বরিত হামলার তীব্র নিন্দা জানায়। প্রশাসন অবিলম্বে হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।