অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় টিএসসিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৭ সেপ্টেম্বরের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। বর্তমানে দাবি আদায়ে প্রতিটি জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরপর সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আজ (৩১ আগস্ট) বা ১ সেপ্টেম্বর কর্মসূচি পালনের সময় নির্ধারণ করা হবে। সর্বশেষ ৭ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।