আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Spread the love

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এবং সিনিয়র সহকারী সচিব শিমুল আকতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এসব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং শিগগিরই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

প্রত্যাহারকৃত জেলা প্রশাসকদের মধ্যে- ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রথম পর্যায়ে এসব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও, সরকারের নতুন পদায়ন কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন করে জেলা প্রশাসকদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মাঠ প্রশাসনকে আরো কার্যকর ও সমন্বিত করার লক্ষ্য রাখছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর