আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক এমপি নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

Spread the love

অনলাইন ডেস্ক: সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে গুলি, দোকান ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে এ মামলা করা হয়। রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলাটির আবেদন করেন উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. জাহেদ। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আবেদনটি আমলে নেন এবং তা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনসহ ৭৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নুইরগা ডেবা নামক স্থানে আসামিরা অশ্লীল নাচ-গানের আয়োজন করে। একপর্যায়ে এলাকার সচেতন মহল গিয়ে অশ্লীল নাচ-গানের আসর বন্ধ করতে বললে আসামিরা প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ ছাড়াও গত ৪ আগস্ট উপজেলা সদর বটতলী স্টেশনে চৌধুরী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি করে আসামিরা। এ সময় আশপাশের দোকান ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আসামিরা হাসনাত নামে ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে যায়। এ ছাড়াও শিক্ষার্থীদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গেলে গুলি করে মেরে ফেলা, মামলা দিয়ে জেলে দেওয়া এবং বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেন আসামিরা। চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান জানান, আদালত মামলাটি আমলে নিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর