চন্দনাইশ প্রতিনিধি
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরী।
তিনি আজ রবিবার চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার পদত্যাগপত্রটি প্রেরণ করেন। পদত্যাগপত্রে তিনি লিখেন আমি আপনাদের দীর্ঘ দিনের সুখ-দুঃখের সাথী, বরকল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে আমার হৃদয়ের বন্ধন। যার প্রমাণ গত ৫ জানুয়ারি আপনারা দল মত নির্বিশেষে সবাই আমাকে বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন, আমি আপনাদের নিকট আজীবন কৃতজ্ঞ।
আপনারা অবগত আছেন, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, ব্যবসায়িক প্রয়োজনে আমাকে নিয়মিত দেশের নানা প্রান্ত ও বিদেশে যেতে হয়, পারিবারিক ও ব্যবসায়িক কারনে আমি আগের মত পরিষদে সময় দিতে পারতেছি না।
বরকল ইউনিয়ন পরিষদের সেবা গতিশীল করতে আমি নিজেকে অব্যাহতি দিচ্ছি। তিনি লিখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নয়, আমি আপনাদের সন্তান, ভাই, স্বজন হিসাবে অতীতের মত সবসময় আপনাদের পাশে থাকব।
বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরীর পতদ্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।