আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াত হোসেনকে

Spread the love

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর বদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

আজ শুক্রবার নতুন করে শপথগ্রহণ করা উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন ও আগে শপথগ্রহণ উপদেষ্টাদের দপ্তর পূর্ণবণ্টন করে প্রজ্ঞাপন জারি কেরেছ মন্ত্রিপরিষদ বিভাগ।

এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বলেন, প্রয়োজনে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। এ জন্য পরে তিনি দুঃখ প্রকাশও করেন। এরপর আওয়ামী লীগকে দল গঠনের আহ্বান জানান। তার এ বক্তব্যেও শুরু হয় সমালোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ বক্তব্যের জন্য তাকে হুঁশিয়ারিও দেয়। এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন শাখা কমিটি ও বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও তার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর