আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের পেস সামলানোর উপায় বললেন বাংলাদেশ কোচ

Spread the love

ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে সফর করছে বাংলাদেশ দল। ২১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে টাইগাররা পুরোদমে অনুশীলন করছেন সেখানে। যদিও লাল বলের এই ফরম্যাটকে সামনে রেখে দেশে বেশ কিছুদিন ধরেই নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। সিরিজে পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণকে সামলাতে হবে তাদের, যা সামলানোর জন্য নিজেদের ওপর বিশ্বাস রাখতে বললেন স্পিন কোচ মুশতাক আহমেদ।

নিজেদের মাটিতে পাকিস্তান দল সবসময় ভয়ংকর। বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণও তাদের। যে কারণে বাংলাদেশের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জও। তাই পাক পেস সামলাতে বাংলাদেশের ব্যাটারদের মাঝে আত্মবিশ্বাস দেখতে চান টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ২১ আগস্ট প্রথম টেস্ট ও ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

আজ (বৃৃহস্পতিবার) লাহোরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মুশতাক বলেন, ‘(পাকিস্তানের পেস সামলাতে হলে) আসলে সবার আগে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। দলে অবদান রাখতে হলে আগে বিশ্বাস করতে হবে যে, আমি দলকে ম্যাচ জেতাতে পারব। এই বিশ্বাসটা অনেক জরুরি। কন্ডিশন ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জন পেসার খেলাব বা কাকে খেলাব এসব ব্যাপার।’

বাংলাদেশের পেসারদের নিয়ে মুশতাক বলেন, ‘ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন ছেলে আছে। তারা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তাদের মাঝে যেকোনো ভালো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত সামর্থ্য রয়েছে। বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে। অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে।’

বিদেশের মাটিতেও শান্ত-সাকিবদের টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন এই পাকিস্তানি কিংবদন্তি, ‘ইনশাআল্লাহ আমি আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এ নিয়ে মুশতাককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখে দলের সমন্বয় ঠিক করব। টেস্টে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অবদান এড়ানোর সুযোগ নেই। আবার যদি কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে হয়ে থাকে, তাহলে আমাদের ভালো মানের পেসারও আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর