আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারী মাদার্শায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিবেদক

তরুণদের স্বাস্থ্য সচেতনতা, সামাজিক শৃঙ্খলা ও যুব সমাজে সুস্থ সংস্কৃতির চর্চায় হাটহাজারীতে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এতে প্রতিদ্বন্দ্বিতা করেন বি এম একাডেমী মাদার্শা বড়ুয়া পাড়া বনাম গরদুয়ারা খেলোয়াড় সমিতি।মাদার্শা জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ উদ্বোধনী ম্যাচে গরদুয়ারা ২-১ গোলে বি এম একাডেমী মাদার্শাকে পরাজিত করেন।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আক্রমণ ভাগের খেলোয়াড় কুলদীফ চাকমা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এস এম মোদাচ্ছের শাহ।ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মো: জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা মোঃ হুমায়ুন রশীদ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলতাফ হোসেন মিটু,তরুণ ব্যবসায়ী জাকারিয়া মানিক,বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্রীড়াবিদ ফয়েজ উল্লাহ সাহ্,যুবদল নেতা জাকারিয়া রাশেদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।খেলায় প্রায় ৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক মোদাচ্ছের শাহ বলেন, দীর্ঘদিন পর দেশে পরিবর্তণ এসেছে। মুক্ত হয়েছে বাংলাদেশ।আমাদের কে এই পরিবর্তন ধরে রাখতে হবে।দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।তিনি ব্যারিস্টার মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধি করে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আশার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর