আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান

Spread the love

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি সদ্য বিদায় নেওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১১ আগস্ট) রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান দায়িত্বভার নিয়েছেন বলে

গত ৭ আগস্ট রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে নৌবাহিনী। তিনি নৌবাহিনীর ফ্লিট কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুষ্টিয়ায় জন্ম নেয়া মনিরুজ্জামান ১৯৮৮ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯০ সালে তিনি কমিশন লাভ করেন।

কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌ সদর দফতরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশীপ বিএনএস বঙ্গবন্ধুর অধিনায়কের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়কের চীফ স্টাফ অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর