আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Spread the love

ফটিকছড়ি প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে য়ারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা ৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় ফটিকছড়ি বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

এতে ফটিকছড়ির সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ সমন্বয়ক মোঃ মুজিবুর রহমান নেতৃত্বে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এইচ.এম.সাইফুদ্দীন, ছাত্র নেতা একরাম, ওমাইর, ইসহাক,ইরফান প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মুজিবুল বলেন,শত শত শহীদ ভাইদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি সৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্র পেতে সক্ষম হয়েছি, কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্চে যে, এখনো আমাদের সহপাঠী শহীদ ভাইদের রক্তের গন্ধ বাতাসে ভেসে যাচ্চে কিন্তু কিছু কুচক্র মহল স্বাধীনতার নামে বিভিন্ন জায়গায় লুটপাট চালাচ্ছে,মানুষ হত্যা করছে,অগ্নি-সংযোগ করছে যেটা কখনো ছাত্রদের রক্তের বিনিময়ে এনে দেওয়া স্বাধীনতার উদ্দেশ্য ছিলো না। ছাত্রদের রক্তের বিনিময়ে এনে দেওয়া স্বাধীনতা নিয়ে যারা এই কর্মকান্ড করতেছেন সাধারণ শিক্ষার্থীরা অন্যায় কাজকে প্রতিহত করবে।

তিনি আরো বলেন,বাস স্টেশন চত্বরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত মীর মাহফুজ মুগ্ধে নামে চত্বর ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর